কবিতা আমার আত্মার পরশমণি
সমুদ্র সমান সুখ, সেঁজুতি ধন,
কবিতাবিমুখ মানুষ দেখে
নিঃশব্দে একাকী কাঁদি অনুক্ষণ।
কবিতাভিন্ন আমার কোনো ঐশ্বর্য নেই
তুচ্ছ হীরাপান্না মুক্তা মণিহার,
অহরাত্র উড়াই ঘুড়ি কবিতার দেশে
এতেই পরম তৃপ্তি - আনন্দ বিহার।
---মুস্তফা হাবীব
মুস্তফা হাবীব
Overall Ratings (0)