সামান্য কিছু মালামাল আর একটা ওয়্যাগন সম্বল করে অ্যারিজোনার তেপান্তরের মাঠে এসে পৌঁছেছে জেরি ম্যাকডাফ, তার স্ত্রী অ্যানি ফোলি আর ওদের বছরখানেকের সন্তান অ্যান্ডি ম্যাকডাফ। ওদের বাড়ি আয়ারল্যাণ্ডে। কিন্তু ওখানে বলার মত কিছু করতে পারছিল না জেরি। তাই পরিবার নিয়ে চলে এসেছে এই দেশে। আশা, ভাগ্যলিপিকে চাপা দিয়ে রাখা দুষ্ট পাথরটাকে হয়তো সরাতে পারবে; হয়তো এখানেই খুঁজে পাবে সৌভাগ্যের পরশমণি।
আজকের মত যাত্রায় বিরতি দিয়েছে ওরা, ক্যাম্প করেছে একটা পাহাড়ের পাদদেশে।