ফোকলোরের সাথে তত্ত্বগত গবেষণা-বিষয়ক সমৃদ্ধ আলোচনার সূত্রপাত লক্ষ্য করা যায় এই গ্রন্থে। বিশেষত ফোকলোরের সঙ্গে উত্তর-আধুনিক কাঠামো নিয়ে লেখক বর্তমান গ্রন্থে বিশদ আলোচনা করেছেন। বর্তমানে যেকোন বিদ্যায়তনিক শাখার গবেষণার ক্ষেত্রে তাত্ত্বিক দৃষ্টিকোণ ভিন্ন মাত্রা সৃজন করেছে। উত্তর-আধুনিকতা প্রবণতার আলোকে ফোকলোরের তাত্ত্বিক ডিসকোর্স উপস্থাপন করা হয়েছে বর্তমান গ্রন্থটিতে।
ফোকলোরকে আলোচনা করা হয়েছে উত্তরাধুনিকতার বিভিন্ন তাত্ত্বিক কাঠামো দিয়ে। ফোকলোরের রিসাইকেল নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে ফোকলোরের বহুত্ববাদসহ উত্তর-আধুনিকতার বিভিন্ন দশা। এছাড়া আরবান ফোকলোর ও ডিজিটাল ফোকলোরকে উত্তর-আধুনিক তত্ত্বের আলোকে বিশ্লেষণ করা হয়েছে।
আরমিন হোসেন
আরমিন হোসেন। জন্ম ১৯৯৬ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ সদরে। জন্ম ও পৈতৃক নিবাস ময়মনসিংহ সদরে হলেও শৈশব থেকেই শেরপুরে বসবাস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগে স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করেছেন। ফোকলোর গবেষণায় একনিষ্ঠ আগ্রহ থাকায় একাধিক গবেষণা সম্পন্ন করেছেন। গবেষণাগ্রন্থঃ হিজড়া লোকগোষ্ঠীর পরিবর্তিত সমাজ কাঠামো: বিবাহকেন্দ্রিক কৃত্যানুষ্ঠান। ১৫০ বছরের ঐতিহ্যে গহনাপল্লী। পরিবেশ ফোকলোর। উত্তর-আধুনিকতা ও ফোকলোর।