যে আলো শুধু অন্ধকারে জ্বলে
জীবনের পথচলায়, প্রতিটি মোড়,
সবচেয়ে বড় আনন্দ, তা হলো ভালবাসার সুর।
অমূল্য এক রত্ন, যা হৃদয়ে গাঁথা,
ভালোবাসা ছাড়া জীবন যেন অপূর্ণ, অর্ধেকই ছেঁড়া।
ভালোবাসা, সে আলো, যা শুধু অন্ধকারে জ্বলে,
প্রতিটি দুঃখে, যেন সুখের কিরণ ভরে।
কষ্টের মাঝেও, ভালোবাসা এক তাগিদ,
যতই চলে জীবন, তারে ছাড়ে না কিছু একটুকু বিপদ।
ধন-সম্পত্তি থেকে বড়, সোনালী ইতি,
ভালোবাসায় মেলে সুখ, যা রাখে নিখুঁত হৃদয়-ভালোবাসি।
যে ভালোবাসে, সে কখনো একা নয়,
জীবনের সবচেয়ে বড় আনন্দ সে যার সাথে থাকে সয়।
তাহলে চলো, ভালোবাসার পথে চলি,
এটাই জীবন, এটা কখনও ভুলবে না, ভুলে যেও না।
ভালোবাসার সাথেই জীবন পথের সঙ্গী,
এটাই সত্য, এটাই সুখের মধুর ধ্বনি।
ইমরান আলী টিপু
Overall Ratings (0)