এই গ্রন্থে এক/এগারোর আগে-পরের দিনগুলোর বিশ্লেষণ। এতে অন্তর্ভূক্ত লেখাগুলো দৈনিক প্রথম আলোতে প্রকাশের সময়ই ছিল তুমুলভাবে আলোচিত। জবাবদিহীমূলক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিষয়গুলো আগামীতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তার অনেক কিছু বিশ্লেষিত হয়েছে এতে। শুধু সমকালীন রাজনীতির পর্যবেক্ষণ হিসেবে নয়, সুশাসন বিষয়ক চিন্তার ক্ষেত্রেও এই গ্রন্থটি তাই অত্যন্ত প্রাসঙ্গিক।