বাংলা প্রবাদে লোককাহিনী বইটি লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। বাংলাদেশ লােকসাহিত্যের এক স্বর্ণপ্রসূ ভাণ্ডার। সেই ভাণ্ডারের বহুবিধ রত্নসভারের মধ্যে প্রবাদ বিশিষ্টতম। কোনাে জাতি বা সমাজের ইতিহাসঐতিহ্য, সমাজ-সংস্কৃতি, প্রথা-পদ্ধতি, পারিবারিক রীতিনীতি, বিশ্বাস ও সংস্কার, কৃষি, ভূমি ব্যবস্থা, জলবায়ু, মানবিক আচার-আচরণ, দোষ-গুণ, আশা-আকাঙ্ক্ষা প্রভৃতির ঋদ্ধপ্রকাশ প্রবাদে বিধৃত। প্রবাদ-প্রবচনের বিশাল ভাণ্ডার বাংলাসাহিত্যের বিরাট অংশজুড়ে আছে। আবহমান বাংলার এসব প্রবাদ একদিনে তৈরি হয়নি। নানা উপলক্ষে, নানা প্রেক্ষাপটে, নানা ঘটনায় এসব প্রবাদ-প্রবচন তৈরি হয়ে লােকমুখে চলে আসছে বছর বছর ধরে। বাংলা প্রবাদে লােককাহিনী বইটিতে এসব মজাদার প্রবাদ সৃষ্টির পেছনের ঘটনা বা উপলক্ষ বা প্রবাদ সৃষ্টি হওয়ার পেছনের গল্প অত্যন্ত আনন্দময় করে তুলে ধরা হয়েছে। এসব প্রবাদের গল্প পড়ে সবধরনের পাঠক। নির্মল আনন্দ পাবেন। দীর্ঘসময় প্রবাদ-প্রবচন সংগ্রহ ও গবেষণা করে। লােকসাহিত্যে অত্যন্ত সুপরিচিত-হাবিবুল্লা পাঠান এ বইটিতে বেশকিছু প্রবাদের গল্প নিপুণ হাতে লিখেছেন। তাঁর প্রতিটি বই সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক পর্যন্ত সবাইকে যেমন আনন্দ দেয় তেমনি এগুলাে হারিয়ে যাবার হাত থেকেও রক্ষা পাচ্ছে । আবহমান বাংলার হাজার বছর ধরে লােকমুখে প্রচলিত প্রবাদ-প্রবচন তৈরি হওয়ার পেছনের এসব মজাদার।