আমার কথা বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। তথ্য প্রমাণ এবং প্রথাসিদ্ধ পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ না হলে বিজ্ঞান তাকে সত্য বলে স্বীকার করে না। কিন্তু সব সত্যের সঠিক কোনাে মাপকাঠি নেই। আজ যাকে ভ্রান্ত বলে মনে হয়। পরে ওটাই বৈজ্ঞানিক সত্যে পরিণত হয়। তাহলে বৈজ্ঞানিক সত্য বলতে বােঝায় বিজ্ঞান কতদূর পর্যন্ত পরীক্ষার আওতায় নিয়ে আনতে পেরেছে তাকেই সে শুধু বৈজ্ঞানিক সত্য বলে মানে। বাকি সবই অসত্য!