
বিজ্ঞান টিজ্ঞান
5 Ratings
1 Reviews
Al amin
27/04/2020
বিজ্ঞান, যে সাবজেক্টটা হাতে নিলেই আমাদের অনেকের গায়ে র চলে আসে। ভয়ে ভয়ে ক্লাসের পড়টুকু শেষ প্রতে পারলেই বেঁছে যাই, এমনটাই মনে হয় আমাদের। অনেকের। কেমন হতাে বলি বিনি আমাসে কান গল্পের বইয়ের মতোই আনন্দ নিয়ে আসতে? কেমন হতাে যদি ক্লাসে বসে স্যারের হয়ে, ক্লাসের পড়ার বইয়ের ভেতরে ঢুকির গল্পের বইয়ের মতাে চুপ চুপ করে বিজ্ঞানের বই পড়ছি? অনেক মজা হতাে তাই না? এই বইটা ঠিক সে রকম অনুভূতি নিয়ে যাওয়ার মতাে একটা বই। তাহলে আর দেরি কেন, বিজ্ঞানের মজার মজার সব গল্প পড়ে নিন এখনি।
SIMILAR STATIONERY
PAYMENT
OPTIONS
