
বুয়েটামি
5 Ratings
1 Reviews
Al amin
23/04/2020
ছাত্র জীবনে বুয়েটের ছাত্র ছিলেন বইয়ের লেখক আনোয়ার ইকবাল। বইয়ের নামকরণ হাস্যকর। আমেরিকায় বসবাস করেন আর বাস্তব জীবনে উনি একজন স্থপতি। বই আমার নিজের হাতে পোঁছে নাই। তাই কোন ধরনের রিভিউ লেখা সম্ভব হচ্ছে না। খবর পেলাম বইটি স্টলে পৌঁছেছে। যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, আশাকরি তাঁরা সংগ্রহ করবেন। বই বিক্রি না হলে গরীব লেখকের উনুনে যে হাড়ি চড়বে না। এই বইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। বইটি কিনলে দুশো টাকা পুরাই উশুল, নিশ্চিত থাকতে পারেন। আসুন হাস্যকর নামের 'বুয়েটামি' বই পড়ে লেখককে উৎসাহিত করি আগামি দিনের জন্য।
SIMILAR STATIONERY
PAYMENT
OPTIONS
