পিকলুদের গাঁয়ে এক সাংঘাতিক কাণ্ড শুরু হয়েছে। এমন আজগুবি ঘটনার কথা আগে কেউ কখনো শোনেনি। ব্যাপার এমন দাঁড়িয়েছে যে সন্ধের পরে এখন আর কেউ ঘরের বার হতে সাহস পায় না। কার ঘাড়ে কটা মাথা যে ‘তেনাদের’ সাথে পাল্লা দিয়ে রাতবিরেতে মেঠোপথে চষে বেড়ায়!
পিকলুর বন্ধু তুহিন, আর তুহিনের খালাতো ভাই নোবেল। পাশাপাশি গাঁয়ে ওদের বাড়ি। মাঝখানে একটা মাত্র নদী। তাই যখন খুশি তুহিনদের বাড়ি বেড়াতে আসে নোবেল। কথায় বলে ‘চোরে চোরে খালাতো ভাই।’ মানেটা দাঁড়ায়, খালাতো ভাইদের মাঝে অমিলের চেয়ে মিলটাই থাকে বেশি। কিন্তু তুহিন আর নোবেলের ব্যাপারটা হয়েছে ঠিক উলটো। তুহিনের সাথে বলতে গেলে কোনো মিলই নেই নোবেলের। তুহিন দেখতে রোগাপটকা, তালপাতার সেপাই। যেন ফুঁ দিলে উড়ে গিয়ে ধপাস, চিতপটাং! তবে গায়ে পাতলা হলেও মগজে ভীষণ পাকা তুহিন। আর ভয়ডর বলতে গেলে কিচ্ছু নেই ওর। নিজের চোখে না দেখে কোনো কিছুই বিশ্বাস করে না সে।