ভয় পেলে ওয়াসিম যে তোতলায়, জেনে গেল তিন বন্ধুর মহাশত্রু টোরি ডেনিম। শুরু হলো খেপানো। বিহিত করতে না পারলে রক সিটি মিডল স্কুলে টেকা কঠিন হয়ে যাবে। এ শহরে যতদিন থাকবে, ‘তোতলা ওয়াসিম’ খেতাব সহ্য করতে হরে তাকে। নানাভাবে ভয় দেখানোর পরও যখন দমন করা গেল না ওয়াসিমকে, শেষ যুদ্ধটা বাধল লাশ রাখার ঘরে। পাশে এসে দাঁড়াল ওর দুই বন্ধু অঞ্জন ও ফারুক।