লাতিন আমেরিকান ফিল্ম অপার অসঙ্গতি ও নিপীড়িত জীবন হতে উঠে আসা বিপ্লব; অথবা বিপ্লবের সৌন্দর্য। বলতে চাচ্ছি, মায়া-মমতাপ্রেম-কাম-ঘৃণা-খুন-ধর্ষণ ও জাগতিক সকল আচরণের মানবিক যে প্রকাশ ঘটে লাতিন ফিল্মে, তা এককথায় বিপ্লবের নামান্তর। বােধকরি লাতিন আমেরিকান এই বিপ্লব এবং এই বিপ্লবী ফিল্মমেকারদের খুব কাছ থেকে অনুভব করার অন্যতম উপায় হলাে তাদের অভিজ্ঞতায় নিজেদের ঝালাই করা। আর ফিল্মমেকারের অভিজ্ঞতা, কৌশল, নির্মাণ, হতাশা ও সাফল্যের সঙ্গে দ্রুত কমিউনিকেট করা সম্ভব তাদের ভাষায় ও ভাষ্যে। এটিই বােধহয় লাতিন ফিল্মের কারিগরদের নিয়ে গড়া এই গ্রন্থের প্রণােদনা। 'ফিল্মমেকারের ভাষা : লাতিন পর্ব' বাংলাভাষাভাষী তারুণ্যের মেধাকে বিপ্লবের আগুনে ঝলসে নেবার সুযােগ তৈরি করবে এবং বাংলা ভাষায় লাতিন আমেরিকান ফিল্মবিষয়ক পূর্ণাঙ্গ গ্রন্থের অভাব দূর করবে- এই আমাদের বিশ্বাস।