আমাদের কথাসাহিত্যিকদের মধ্যে যার নামটি পুরোপুরি সবার উপরে উঠে আসে তিনি হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক আজ কীভাবে হাসান আজিজুল হক হলেন সেই আত্মজীবনী, সেই স্মৃতিকথা এবার সবার সম্মুখে তুলে ধরেছেন। দেখুন কত বিচিত্র রহস্যের মধ্যে দিয়ে তিনি বেড়ে ওঠেছেন!
Overall Ratings (0)