সূচীপত্র সূচীপত্রে গানের প্রথম ছত্রের উল্লেখের সঙ্গে সঙ্গে, ছেদচিহ্নের পর, তৎসম্পকির্তত প্রচলিত স্বরলিপিগ্রন্থের নির্দেশ দেওয়া গেল। স্বর = স্বরবিতান। পরবর্তী অঙ্ক উক্ত গ্রন্থমালার খ-সূচক। অন্তর মম বিকশিত করো। স্বর ২৪ অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে। স্বর ৩৭ আকাশতলে উঠল ফুটে আছে আমার হৃদয় আছে ভরে আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়। শেফালি। গীতিচর্চা ১ আজ বরষার রূপ হেরি মানবের মাঝে আজ বারি ঝরে ঝর ঝর। কেতকী। গীতিচর্চা ১ আজি গন্ধবিধূর সমীরণে। স্বর ৩৮ আজি ঝড়ের রাতে তোমার অভিসার। কেতকী আজি বসন্ত জাগ্রত দ্বারে। স্বর ৩৮ আজি শ্রাবণঘন-গহন-মোহে। কেতকী আনন্দেরই সাগর থেকে। শেফালি। গীতিচর্চা ১ আবার এরা ঘিরেছে মোর মন। স্বর ৩৭ আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। কেতকী আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা। শেফালি। গীতিচর্চা ২ আমার এ গান ছেড়েছে তার আমার এ প্রেম নয় তো ভীরু আমার একলা ঘরের আড়াল ভেঙে আমার খেলা যখন ছিল তোমার সনে। স্বর ৩৭ আমার চিত্ত তোমার নিত্য হবে আমার নয়ন-ভুলানো এলে। শেফালি আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে আমার মাঝে তোমার লীলা হবে আমার মাথা নত করে দাও হে তোমার। স্বর ২৩ আমার মিলন লাগি তুমি। স্বর ৩৭ আমারে যদি জাগালে আজি, নাথ। কেতকী আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে আমি বহু বাসনায় প্রাণপণে চাই। স্বর ২৪ আমি হেথায় থাকি শুধু। স্বর ৩৮ আর আমায় আমি নিজের শিরে