ফ্ল্যাপের কিছু কথাঃ গণিতের রকমারি প্রসঙ্গ গ্রন্থে গণিত বিষয়ক বহুমুখী উপযোগ সন্নিবেশিত হয়েছে। গণিত বিষয়কে নিয়ে যাদের নানান ভাবনা তাদের মানসিক খোরাক জোগাবে বিষয় হিসেবে গণিত প্রবন্ধটি। গণিতপিয়াসী যেসব পাঠক সংখ্যার রকমারি বৈশিষ্ট্য জেনে মজা পান, তাদের জন্য সন্নিবেশিত হলো রকমারি সংখ্যা ও সংখ্যার উৎপাদক প্রসঙ্গ প্রবন্ধ দুটি। মৌলিক গণিতের নির্ণায়কের পরিচিতি প্রবন্ধটি নির্ণায়ক সম্পর্কে পাঠকের ধারণাকে শানিত করবে বলে আমার বিশ্বাস। জ্যামিতির মৌলিক আলোচনার সংযোজন সামান্তরিক ও ট্রাপিজিয়াম প্রসঙ্গ প্রবন্ধটি অনুসন্ধিৎসু পাঠকের গণিত মানসে আনন্দময় অনুভূতি সৃষ্টি করবে। গণিতবিদদের জীবন ও কর্ম প্রবন্ধটি প্রতিভাবান কয়েকজন গণিতবিদকে শ্রদ্ধায় স্মরণ করার প্রয়াসমাত্র। মহান গণিতগুরু ইউক্লিড-এর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়াসে এ গ্রন্থে সন্নিবেশিত হলো বিশেষ প্রবন্ধ ইউক্লিড ও এলিমেন্টস্ প্রসঙ্গ।