"ইরিনা" বইটি সম্পর্কে কিছু কথা:
হুমায়ুন আহমেদের এই বইটি অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের। এখানে ইরিনা ও মীরকে প্রথম শহর থেকে নিয়ে যাওয়া হয় নিষিদ্ধ নগরীতে যেখানে কিছু অমর মানুষ বাস করে। এমনই সব অদ্ভুত ঘটনা নিয়ে লেখা। বইটি হুমায়ুন প্রেমীদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে।