আমেরিকা প্রসঙ্গে আমার অনুভূতি মিশ্র দেশটির প্রতি ভালােবাসা যেমন আছে, ক্ষোভও আছে। আমি আমার এই মিশ্র অনুভূতির কথা নানান লেখায় প্রকাশ করেছি। ভেবেছিলাম যা লেখার লিখে ফেলেছি, নতুন আর কিছু লেখার নেই । সেই ধারণা ভুল প্রমাণিত হলাে। তৃতীয়বারের মতাে আমেরিকায় গিয়ে খুঁটিনাটি মজার মজার সব ব্যাপার চোখে পড়তে লাগল । আরেকটি বই লেখার ইচ্ছা করতে লাগল। এবারের যাত্রার খানিকটা বিশেষত্বও ছিল আমার সঙ্গে আছে আমার তিন কন্যা। তাদের দেখার চোখ অন্য রকম। সে চোখ দিয়ে আমেরিকা দেখার একটা চেষ্টাও আমার ভেতর ছিল। সব মিলিয়ে লিখলাম ''যশােহা বৃক্ষের দেশে'। এই গ্রন্থে যেসব মতামত ব্যক্ত করা হয়েছে তা সম্পূর্ণই আমার। ব্যক্তিগত মতামতকে কেউ যেন ‘জেনারেলাইজ (শব্দটির সুন্দর বাংলা মনে আসছে না) না করেন এই অনুরােধ। -- হুমায়ূন আহমেদ