প্রথাগত অর্থশাস্ত্রের বই নয় এটি, মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এর রচয়িতা কৌটিল্য তথা চানক্য পন্ডিত, খ্রীস্টপূর্ব ৩৭০ সালে যার জন্ম। ২৩০০ বছরের প্রাচীন জ্ঞান সমকালের কাছে নিবেদনের কাজটি সরল নয়। অনুবাদ, চয়ন, ইন্টারপ্রিটেশন তথা বইটির সামগ্রিক পরিবেশনার জন্য মানিক মোহাম্মদ রাজ্জাক ধন্যবাদ পাবেন। শিক্ষার্থীরা হবেন উপকৃত ।