বাংলা পড়তে গিয়ে আনিসুজ্জামানের মনে হয়েছিল, সাহিত্যকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। তাঁর চোখ চলে যায় ইতিহাসের বৃহত্তর পটে। গবেষণার বিষয় ছাপিয়ে যায় নির্ধারিত সীমানা। কারণ, তাঁর মনে হয়েছিল, যে সমাজ থেকে সাহিত্য রচিত হচ্ছে, রাজনৈতিক আন্দোলন বা অর্থনীতির সঞ্চালনের উৎসও সেটিই। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ হয়ে স্বাধীনতার পর পর্যন্ত দেশের চলমান ইতিহাসে তিনি ছিলেন রাজপথে। আনিসুজ্জামানের গবেষক ও কর্মিসত্তা এভাবে মিশে যায়। ছড়িয়ে পড়ে তাঁর লেখার বিষয়। এ বই ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও সাহিত্য নিয়ে তাঁর বৈচিত্র্যপূর্ণ ভাবনার এক সারসংকলন।