আমাদের সময়ের একমাত্র কপটতামুক্ত লেখক হুমায়ুন আজাদ। বাংলাদেশের খল ও আদর্শহীন রাজনীতির বিরুদ্ধে তিনি তীব্র-তীক্ষ শাণিত ভাষায় লিখেছেন। এ-গ্রন্থের লেখাগুলো কলাম হিসেবে সাপ্তহিক খবরের কাগজে প্রকাশিত হলেও এগুলো প্রত্রিকায় প্রচলিত দীর্ণ-ক্লিশে সাংবাদিক গদ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি। আজাদের সব লেখার মতোই এগুলোও সাহিত্য হয়ে উঠেছে। হয়ে উঠেছে রাজনীতির বিরুদ্ধে ভাষিক প্রতিরোধ।