ফ্ল্যাপের কিছু কথাঃ ওমেগা পয়েন্ট নিয়ে গুছিয়ে একটা দাঁড়াও করাবার ইচ্ছা আমার অনেক দিনের। বিষয়টা শুধু জটিল বললে ভুল বলা হবে-বেড়াছেড়া লেগে যাবার মত জটিল। শেষ পর্যন্ত জটিল চিন্তাগুলি লিখে ফেলতে পেরেছি এটাই বড় কথা। গল্প বলার সময় বিজ্ঞানের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। পাঠকদের কাছে অনেক তথ্যেই উদ্ভট লাগতে পারে। তাঁরা ভুরু কুঁচকে ফেলতেও পারেন। ভুরু কুঁচকানো পাঠকদের সবিনয়ে জানাচ্ছি বিজ্ঞানে উদ্ভট বলে কিছু নেই। বিজ্ঞান রূপকথার জগতের চেয়েও অনেক রহস্যময়। হুমায়ুন আহমেদ