ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের নৌকা স্রোতের টানে চলতে শুরু করে। খালটা এত সরু যে, দুই পাশ থেকে দুটি বাঘ অনায়াসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিছুদূর যেতে না যেতেই নৌকাটি আটকে গেল বনের একটি গাছের সঙ্গে। সবাই ভয়ে কাতর। কেউ মুখ ফুটে বলছে না। কারও মুখে কোন কথা নেই। বাঘের ভয় যেমন আছে, একই রকম আছে বনদস্যুর ভয়ও। মনে মনে ভাবি। যদি বাঘ এসে একবার গর্জন করে, তাহলে নৈঃশব্দ্য কোথায় যাবে বে জানে। একজন বললেন এবার আমরা সবাই চোখ বন্ধ করব। সুন্দরবনের এই হিরণ্ময় মৌনতা উপলব্ধি করব। সবার চোখ বন্ধ। আমার চোখ খোলা রেখেছি। কেন? কারণ, বনের রাজা কোন দিক দিয়ে আসবেন আমার দেখা চাই!