মারুফ একজন হকার। নিয়তির পরিহাসই বলতে হবে, তাকে বয়ে নিয়ে যেতে হয়, একটি লাশ।
নিশোর স্ত্রী বদমেজাজি। এক রাতে ট্যাক্সিতে উঠে কিডন্যাপারের খপ্পরে পড়ে তারা। অস্ত্রের মুখে নিশোকে গাাড়ি থেকে নামিয়ে তার স্ত্রীকে অপহরণ করে।
পকেটমার রিজু এক পথচারির মানিব্যাগে খুঁজে পায়, মাকে লেখা চিঠি। কোনদিনই দেখা হবে না এমন মায়ের জন্যে বুকটা মোচর দিয়ে ওঠে তার।
আরেক মা দুনিয়ার সমস্ত টাকা এক করে খুঁজে ফেরে ২০ বছর বয়েসী মৃত সন্তানকে।
সামান্য কানের দুল চেয়েছিল লতা তার প্রেমিকের কাছে। বান্ধবীর সাথে ধরা বাজি বদলে দিল তার গোটা জীবন ছক।
প্রিয় পাঠক, প্রেম, বিশ্বাস, অপ্রাপ্তির শ্বাসরুদ্ধ বাঁকগুলো আপনাকে চমকে দেবে। প্রবহমান কয়েকটি গল্পধারা বয়ে যায় সমান্তরাল। কিছু গল্প বলা ঠিক না। তবু কাগজের পাতায় তারা রক্তমাংসের হয়ে প্রিয় মানুষের গন্ধ খোঁজে।