দু:স্বপ্নের রাত... চলছেই... নরম্যান বেটসের কথা সবার মনে আছে তো? ওই যে, ওই বিনম্র, লজ্জাবনত মোটেল পরিচালক? বহু বছর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, আবার মানুষের মাঝে ফিরে এসেছে সে। পথে রক্তের দাগ রেখে এগিয়ে যাচ্ছে হলিউডের দিকে। যেখানে, বিশ্বাস হবে কি না জানি না, ওর জীবনকে নিয়েই বানানো হচ্ছে চলচ্চিত্র! আগেরবারের মতো আরেক বীভৎস দৃশ্যের অবতারণা হতে চলছে না তো?