নির্মলেন্দু গুণ আপাদমস্তক কবি। কবি নির্মলেন্দু গুণ তাঁর তুলির আঁচড়ে রাধাপদ্মের অবয়ব তৈরি করেছেন। তাঁর শিল্পীসত্তার মধ্যে প্রত্যয় ও উপলব্ধি দৃঢ় হয়েছে চমৎকারভাবে। শিল্পী বর্ণচμে যে শরীরী-শিহরণ জাগিয়েছেন সত্যিই তা হাজার গুণের নতুন এক গুণ। রঙের জাতক বইটি শিল্প-সংস্কৃতিমনা লেখকদের ভালো লাগবে।