ঝুমুর চায় স্বপ্নটা দেখুক তার স্বামী। দেখুক সে চলে যাচ্ছে অন্য একজনের সঙ্গে। এটাই ‘সংসার’ গল্পের বিষয়। ‘সাদা রং টি-শার্ট’ ডেস্টোপিয়ান কাহিনি, আরাশকে সেখানে ফিরতে হয় ২৮ বছর আগের পৃথিবীতে। ‘এডিস সম্মেলন’-এ তুমুল রসিকতা হয় মানবসমাজ নিয়ে। ‘রিফিউজি’ গল্পে আমাদু গভীর চুমু দেয় তার পিতার হত্যাকারীর কপালে। ‘ইন্টারভিউ’ বেকার যুবকের বিড়ম্বনার গল্প। ‘আনোয়ার করিমের হাসি’ চিরন্তন লেখকসত্তার বিজয়ের গল্প। ‘ভয়’ আসলে সাহসের গল্প। ‘রাশান রিং’, ‘বকুল’ আর অন্য কিছু গল্প মূলত ভালোবাসার। আসিফ নজরুলের গল্প বিষয়-বৈচিত্রে্য অনন্য। তবে তাঁর মূল সুর চিরন্তন মানবসত্তার। কখনো মার খাওয়া মানুষের ঘুরে দাঁড়ানোর, জয়ী হওয়ার। আমাদের চিরচেনা জগতের গল্প তিনি বলেছেন একদম নিজস্ব মেজাজে।