

সহীহ মাসনূন ওযীফা
সহীহ মাসনূন ওযীফা বইটি অত্যন্ত সুন্দর লেখনী আমরা বইটি ভালো লেগেছে। অসাধারণ একটা বই
অনেক দিন ধরেই ওযীফা নিয়ে লেখা একটি নির্ভুল বই খুঁজছিলাম। যতগুলো হাতের কাছে পেয়েছিলাম সবগুলোই ছিল ভুলভ্রান্তিতে ভরা। অবশেষে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফা হাতে পেয়ে অনেক আনন্দিত হলাম। অযীফা নিয়ে লেখা সেরা একটি বই। অত্যন্ত প্রয়োজনীয় একটি বই হিসেবে এটি সবার সংগ্রহে রাখা উচিত।
সহীহ হাদীসের ভিত্তিতে নফল ইবাদাত ও যিকরকে আমাদের সমাজে “ ওযীফা ” বলে পরিচিত। আমাদের বর্তমান বাজারে বিভিন্ন তরীকার বিভিন্ন রকম ওযীফা বিদ্যমান। কিন্তু সহীহ হাদীসের ভিত্তিতে মাসনূন বা সুন্নাতি ওযীফার বই পাওয়া যায় না। আগ্রহী মুসলিমরা যেন অল্প পরিশ্রম ও সময়ে সহীহ সুন্নাতি ওযীফাগুলি পালন করে বেশী সাওয়াব, বরকত পেতে পারে তার জন্য নিম্নোক্ত বইটি পড়তে পারেন।|
SIMILAR STATIONERY
