ছোটদের সঙ্গে যুক্তাক্ষরের প্রথম পরিচয় বড় অক্ষরের মাধ্যমে হওয়াই ভালো। এতে জটিল অক্ষরগুলির গঠন চোখের সামনে পরিষ্কাররূপে ভেসে ওঠে। এ ছাড়া আবৃত্তির অভ্যাস করা -বড় অক্ষরের বই ধরে করাই ভালো। তা না হলে পরবর্তীকালে এ বিষয়ে নানা ত্রুটি দেখা দিতে পারে। এসব দিক লক্ষ রেখেই সহজ পাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের দোলনচাঁপা সংস্করণের অক্ষর ও বইয়ের আকার বড় করা হল। বইটি অপেক্ষাকৃত আকর্ষণীয় করার জন্য দুই রঙে ছাপানো হল, যা ছোটদের কাছে আকর্ষণীয় মনে হবে। বইয়ের ব্যবহৃত সকল ছবি বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু’র আঁকা। ছোটরা নিজে নিজে ছবি গুলো রং করে নিতে পারবে বলে দ্বিতীয় ভাগ-এর ছবিগুলি শিল্পী রেখায় এঁকেছেন। এতে বই পড়ার সঙ্গে সঙ্গে ছবি আকাঁর আনন্দও পাবে। সহজ পাঠ (প্রথম ও দ্বিতীয় ভাগ) বিশ্বভারতী রবীন্দ্র পাণ্ডুলিপির সঙ্গে মিলিয়ে কয়েকবার সংশোধন করেছে। আমরা এর কোনো পরিবর্তন না করে হুবহু ঠিক রেখেছি। রবীন্দ্রনাথের মুদ্রিত রচনায় শব্দের প্রথমে ‘ে’ বসিয়ে সর্বদা একটা বিশেষ উচ্চারণ বোঝানো হয়ে থাকে। দেখো=দ্যাখো। সেন=স্যান। বেলা=ব্যালা। ইত্যাদি। ক’রে ব’লে হ’লে প্রভৃতি উচ্চারণ যথাক্রমে : কোরে বোলে হোলে। বিশেষ উচ্চারণ যেখানে সহজেই বুঝতে পারা যায় , অনাব্যক বোধে এই চিহ্ন ব্যবহার করা হয়নি।