আমাদের দেশে রাজনীতি মূলত ষড়যন্ত্রের রাজনীতি। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যদি দেখি, তা হলে দেখব, পশ্চিমা শাসকরা পূর্বাঞ্চলের সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের বিরুদ্ধে একের পর এক খুনখারাবি, ষড়যন্ত্র করেছেন। ১৯৭১-এর পরও সেই ধারা ছিল অব্যাহত। পাকিস্তানে প্রশিক্ষিত সেনাবাহিনী বঙ্গবন্ধু মুজিব ও লে. জেনারেল জিয়াকে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যা দেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যায়। জিয়া ছিলেন পাকিস্তানি ধারার প্রবর্তক। তার হত্যাকাণ্ডের সুবিধাভোগী লে. জেনারেল এরশাদও ছিলেন তার অনুগামী। সেই ধারার প্রতিনিধিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন দেশকে এদের থাবা থেকে মুক্ত করে বাঙালির রাষ্ট্র করার লড়াই চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অগ্রগণ্য লেখক-ঐতিহাসিক ড. মুনতাসীর মামুন তার নতুন এই গ্রন্থে দেখিয়েছেন বাংলাদেশের দুই রাষ্ট্রপতি কীভাবে ষড়যন্ত্রের জালে প্রাণ দিয়েছেন। স্বাদু গদ্যে লেখা এই বই পাঠককে নিয়ে যাবে অন্য এক জগতে।