সমস্ত প্রশংসা মহান আল্লাহর। সালাম ও দুরুদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি৷ সালাম বর্ষিত হােক অগণিত সাহাবীর প্রতি।
রাস্তায় রাস্তায় গ্রাফিতিতে যেই সুবােধকে দেখা যায়, তার সাথে এই সুবােধের কোনাে সম্পর্ক নেই। সুবােধ অর্থ উত্তম বুদ্ধি বা জ্ঞান। আমাদের দেশের মানুষের মধ্যে এই সুবােধ আগেও ছিল। এখনাে আছে। খুব পরিচিত একজনের সাথে আবার পরিচয় করিয়ে দিতে আমাদের এই সুবােধ এসেছে। আগে হয়তাে সুবােধের রূপটা ভিন্ন ছিল, কিন্তু এবার সে এসেছে আব্দুল্লাহ হয়ে।