সমকালীন বিশিষ্ট সাহিত্যস্রষ্টাদের মধ্যে দৃষ্টিভঙ্গির মৌলিকতা, রচনাভঙ্গির নিজস্বতা, বাস্তব-পর্যবেক্ষণ ও মনোবিশ্লেষণের উজ্জ্বলতায় মানিক বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট। তাঁর সেই বিশিষ্টতার পরিচয় এই গ্রন্থভুক্ত পাঁচটি উপন্যাস জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি ও চতুষ্কোণ-এ আছে। উপন্যাস নির্বাচন ও গ্রন্থটির সম্পাদনা করেছেন অধ্যাপক আনিসুজ্জামান।