গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করা একজন মানুষ মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখন তিনি ছাত্র। প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনীশক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, পাশাপাশি অধ্যয়ন করেছেন জেনারেল শিক্ষাধারায়ও।
সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও সুপরিচিতি-সমৃদ্ধি তারই হাতে। এরপর কাজ করেছেন দৈনিক বাংলাদেশের খবরের ফি� ...
বিস্তারিত দেখুন
গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করা একজন মানুষ মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখন তিনি ছাত্র। প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনীশক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, পাশাপাশি অধ্যয়ন করেছেন জেনারেল শিক্ষাধারায়ও।
সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও সুপরিচিতি-সমৃদ্ধি তারই হাতে। এরপর কাজ করেছেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবেও। হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা, দ্য কিংস অব দ্য কিংডম অব সৌদি আরাবিয়া ও প্রোডাক্টিভ মুসলিমসহ বেশকিছু সাড়া জাগানো গ্রন্থের কারিগর তিনি। বর্তমানে কাজ করছেন তার স্বপ্নের প্রতিষ্ঠান অনলাইন ইসলামিক টেলিভিশন ইসলাম প্রতিদিনের চেয়ারম্যান এবং সুলতানসের প্রধান নির্বাহী হিসেবে।