ওয়াসিকা নুযহাত। লেখালেখির সূত্রপাত খুব ছোটবেলায়|বন্দর নগরী চট্টগ্রাম পৈতৃক নিবাস হলেও ঢাকা শহরেই জন্ম। তার ব্যাতিক্রম ধর্মী আধুনিক ধারার উপন্যাস এর মাঝেই এ যুগের পাঠকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে| ২০১৬'র একুশে বইমেলায় প্রকাশ পায় তার প্রথম উপন্যাস 'খাঁচার ভিতর অচিন পাখি ' তার লেখা 'বৃষ্টিমহল' এবং 'মন সায়রের পাড়ে' এই দুটি উপন্যাস তরুণ পাঠক সমাজে সাড়া ফেলে দিয়েছে।লেখালেখিকে ভালোবাসেন নিজের সমস্তটা দিয়ে।আর এই ভালোবাসার কাজটিই করে যেতে চান আজীবন।
...
ওয়াসিকা নুযহাত। লেখালেখির সূত্রপাত খুব ছোটবেলায়|বন্দর নগরী চট্টগ্রাম পৈতৃক নিবাস হলেও ঢাকা শহরেই জন্ম। তার ব্যাতিক্রম ধর্মী আধুনিক ধারার উপন্যাস এর মাঝেই এ যুগের পাঠকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে| ২০১৬'র একুশে বইমেলায় প্রকাশ পায় তার প্রথম উপন্যাস 'খাঁচার ভিতর অচিন পাখি ' তার লেখা 'বৃষ্টিমহল' এবং 'মন সায়রের পাড়ে' এই দুটি উপন্যাস তরুণ পাঠক সমাজে সাড়া ফেলে দিয়েছে।লেখালেখিকে ভালোবাসেন নিজের সমস্তটা দিয়ে।আর এই ভালোবাসার কাজটিই করে যেতে চান আজীবন।