আকাশ ভরা রঙের খেলা,
ছড়ায় ভরা মধুর মেলা।
ভিন্ন স্বাদে, ভিন্ন ছকে,
ছড়ার ছবি কী ঝকঝকে!
হাসির রেশ আর ভাবের আলো,
শিশু-কিশোর, জমবে ভালো।
কেউ লিখেনি এমন লেখা,
ছড়ায় ছবির নতুন দেখা।
কান্না-হাসি, আনন্দ-ভয়,
সব ছড়াতেই লুকানো জয়।
ছড়ায় ছড়ায় ওঠে বসে
মিলছে সবাই স্ব-চৌকসে।
এই বইটির মধ্য দিয়ে
ঘুরলে পরে আবেগ নিয়ে
দেখতে পাবে রঙিন ধরা
'আকাশ ভরা শুধুই ছড়া'
সজল আশফাক
Overall Ratings (0)