মোহাম্মদ জসিম তার স্বভাভজাত ভঙ্গিতে প্রতিটি বইয়ে পাঠকের কাছে হাজির হন নতুন নিরিক্ষা নিয়ে। ‘অখিলেশ সিরিজ’ তার নতুন নিরিক্ষার কবিতা। নিরিক্ষা কবিতা পাঠককে নানামাত্রিক ঘোরের মধ্যে নিয়ে যায়, পাঠক পঠনের স্বতস্ফূর্ততা হারিয়ে নতুক এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কিন্তু মোহাম্মদ জসিম পাঠককে ঘোরের মধ্য নিয়ে যান, তার অতীত ধারণার সামনে নতুন এক সত্যকে উপস্থাপন করেন কিন্তু পাঠসংযোগকে ছিন্ন করেন না। পাঠ আবিষ্ট করার অদ্ভূত দক্ষতা নিয়ে পাঠকের উপর তিনি প্রভাব বিস্তার করেন ও পাঠকের ভেতরে সংক্রামিত হয় অখিলেশ।