অবসরপ্রাপ্ত অধ্যাপক আফতাব সাহেব সস্ত্রীক গিয়েছেন উত্তর আমেরিয়ায় তাঁর মেয়ে রুনুর কাছে। সেখানকার বিভিন্ন ঘটনা, স্থানীয় জীবনযাপন আর নস্টালজিক স্মৃতিচারণমূলক আত্মকথা সন্নিবেশিত হয়েছে এই উপন্যাসে। এই ঘটনাগুলো পড়লে মনে হবে আফতাব চরিত্রটি যেন লেখকেরই আত্মকথন এবং পরিপূর্ণ একটি জীবনচরিত।