এই বইটিতে দেশ, সমাজ, পরিবার, জীবন, প্রকৃতি, মানুষের আবেগ, অনুভুতি ইত্যাদির আলোকপাত করা হয়েছে। লেখক তার জীবনের চলার পথের অনেক ধ্যান ধারনা ও অভিমতের উপর এখানে বর্ণনা দিয়েছেন ও মন্তব্য করেছেন, যদিও অত্যন্ত সংক্ষিপ্ত আকারে। তাই বইটি ব্যক্তিগত ডায়রী হলেও এখানে অনেক বিষয়ের সমন্বয় ঘটেছে।