সাধারণত: ডায়রীকে দৈনন্দিন কাজের ফিরিস্তি হিসেবে ধরা হয়। কিন্তু এখানে দেখা যায় লেখক তার ডায়রীকে দৈনন্দিন কাজের সমষ্টির মধ্যে রাখবার পক্ষপাতী নন। দেখা যাচ্ছে, লেখকের মতে জীবন মানেই মানুষকে ঘিরে যত কিছু দুনিয়াতে আছে তার প্রতিটির সম্মিলিত প্রতিফলন। তাই এখানে ব্যক্তি আছে, পরিবার আছে, দেশ আছে, পৃথিবী আছে, আছে কাজ করার, বেঁচে থাকার সংগ্রাম। আছে হৃদয়, স্নেহ, অনুভূতি, আনন্দ, আর্তনাদ, বিষাদ, উপভোগ যন্ত্রণা সব কিছু। আর এসমস্তই আসে দৈনন্দিন জীবনের আবর্ত্তে। তাই এটা এক ব্যতিক্রমধর্মী ডায়রী। জীবনকে, জীবনের কাজকর্মকে বর্ণনায় আনার আর রহস্যকে খুজে পাবার এক অভিব্যক্তি।