ভূমিকা “আমাকে নিয়ে নানান গল্প আছে, সেই গল্পে আছে একটা ফাঁকি; বিরাট একটা বৃত্ত এঁকে নিয়ে, বৃত্তকেন্দ্রে আমি নাকি বসে থাকি। কেউ জানে না, শাওন, তোমাকে বলি, বৃত্ত আমার মজার একটা খেলা, বৃত্তকেন্দ্রে কেউ নেই কেউ নেই, আমি বাস করি বৃত্তের বাইরেই।” নিজের সম্পর্কে আমাকে ঠিক এমনই বলেছিলেন হুমায়ূন আহমেদ। বৃত্তের বাইরের বাইরের সেই হুমায়ূনকে পড়েছি বেশ কয়েকবার। কিন্তু হুমায়ূন আহমেদ নামক বইটির অনেক পাতাই তিনি খালিরেখে দিয়েছিলেন।
বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি বই লেখা হলেও পরিপূর্ণ আত্মজীবনী লেখেন নি তিনি। সেই বইগুরো একত্রিত পর্বগুলোর অনেকটাই পাওয়া যাবে এখানে।
সম্পাদনা তেমন কিছুই করতে হয় নি আমার। কেবল কয়েকটি রচনা একের অধিক বইতে থাকায় প্রথমটি সংকলিত হয়েছে। মূল বইগুলিতে কিছু ছোট গল্প ছিল। গল্পগুলো আত্মজৈবনিক রচনাসমগ্র থেকে বাদ রাখা হল।
ধন্যবাদ ইমদাদুল হক মিলন এবং রেজানুর রহমানকে। তাঁদের পত্রিকায় প্রকাশিত হুমায়ূন-এর অগ্রন্থিত রচনাগুলি চাওয়ামাত্রই পাঠিয়ে দেয়ার জন্য।
সূচিপত্র * আমার ছেলেবেলা * হোটেল গ্রেভার ইন * এলেবেলে * অনন্ত অম্বরে * আমার আপন আঁদার * এই আমি * সকল কাঁটা ধন্য করে * ছবি বানানোর গল্প * কিছু শৈশব * বলপয়েন্ট * কাঠপেন্সিল * ফাউন্টেনপেন * রঙপেন্সিল * নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ * বসন্ত বিলাপ * অগ্রন্থিত বচনাবলি
হুমায়ূন আহমেদ
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকের মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভূমিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ অচিনপুর ফেরা মধ্যাহ্ন মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুঠে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর জোছনা ও জননীর গল্প ১৯৭১ আগুনের পরশমণি শ্যামল ছায়া নির্বাসন প্রভৃতি। উপন্যাস গৌরীপুর জংশন যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ চাঁদের আলােয় কয়েকজন যুবক'-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়ায় । অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে। গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতােষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি।
হুমায়ুন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।