এ এক কোমল পৃথিবী। এখানে রেলগাড়ির জানালায় এসে ডাক দেয় জাফলংয়ের রোদ। ইচ্ছাগুলো আলোর ডানা মেলে ভালোর দেশে যেতে চায়। পাখিদের ডানা হাতছানি দিয়ে যেতে বলে পাহাড়ে, চা-বাগানে, কখনোবা হাওরে। তুষার করের কিশোর কবিতাগুলো এক সুন্দর স্বপ্ন হয়ে থেকে যাবে পাঠকমনে।
তুষার কর
Overall Ratings (0)