ফ্ল্যাপের কিছু কথাঃ আদিকাল থেকে ও মানুষসহ সমগ্র প্রাণিজগৎ বন ও বনানীর উপর নানা ভাবে নির্ভরশীল। বন ও বনানীও প্রাণিজগতের পাশাপাশি মানুষের কাছে ঋণী। পৃথিবীর দূষণমুক্ত আবহাওয়া, পরিবেশ সুরক্ষা এবং প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সংরক্ষণের জন্যও পৃথিবীর স্থলভাগের অন্তত এক ভাগে বনবনানি থাকা আবশ্যক। কিন্তু মানুষ নির্বিচারে বন ধ্বংস করে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায়ও জীববৈচিত্র্য সংরক্ষণে হুমকির সৃষ্টি করেছেন। সে সঙ্গে বিশ্বের উষ্ণায়নেও প্রত্যক্ষ অবদান রাখছে। কাছেই, মানুষকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে বনজনানির অবদান সম্পর্কে সচেতন করা জরুরি। সেই সঙ্গে বনবিষয়ক অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যও গ্রন্থে পরিবেশিত বক্তব্যসমূহ প্রাসঙ্গিক। সাধারণ পাঠক ও শিক্ষার্থীরা বইটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করে উপকৃত হতে পারেন।
সূচিপত্র * ফরেস্ট (বন) ও ফরেস্ট্রি (বন ব্যবস্থাপনা) * পৃথিবীর বন ও বনানী * বাংলাদেশের বন ও বনানী * বন ও বনানীর অবদান * বন ও বনানী ধ্বংসের কারণ * বন-বনানীর উদ্ভিদ ও প্রাণী * বাংলাদেশের বননীতি ও বিধিবিধান * সামাজিক বনায়ন * বৃক্ষরোপণ ও পরিচর্যা * বন সংরক্ষণ ও বন ব্যবস্থাপনা