গণতান্ত্রিক শাসনের প্রথম ও অতি আবশ্যকীয় পদক্ষেপ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
সাংবিধানিক বাধ্যবাধকতা ছাড়াও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তথা ‘জেনুইন ইলেকশান’ বা সঠিক নির্বাচন করতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ। কারণ বাংলাদেশ ‘সর্বজনীন মানবাধিকার সনদ’ ও ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস-এ স্বাক্ষরদাতা।
স্বাধীনতার পর বাংলাদেশে ইতিমধ্যে এগারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কিছু নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে বহুলাংশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আবার কিছু নির্বাচন ছিল একতরফা ও বিতর্কিত নির্বাচন। সংসদ নির্বাচন ছাড়াও বিগত ৫১ বছরে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন।
ভবিষ্যতে তুলনামূলক বিশ্লেষণ ও গবেষণার জন্য অতীতে অনুষ্ঠিত সকল নির্বাচনের ফলাফল সংরক্ষণ ও মূল্যায়ন করা এবং বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া ও প্রবণতা বিশ্লেষণ করা প্রয়োজন। এমন অনুধাবন থেকে লেখক নেসার আমিন 'বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা ও ফলাফল' গ্রন্থে বাংলাদেশ-সহ বিশ্বের কয়েকটি দেশের নির্বাচনি ব্যবস্থার স্বরূপ, প্রক্রিয়া, আইনি কাঠামো ও এ সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনা, বাংলাদেশের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের পরিচিতি এবং ১৯২০ সাল থেকে ২০২৩ সালে জুন পর্যন্ত সকল নির্বাচনের (জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান) ফলাফল ও ফলাফলের বিশ্লেষণ তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি তুলে ধরেছেন রাষ্ট্র আকারে বাংলাদেশের একটি সার্বিক চিত্র এবং বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।
Title :
বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা ও ফলাফল (হার্ডকভার)