ফ্ল্যাপের কিছু কথাঃ বর্তমান গ্রন্থটিতে সাম্প্রতিক কালের ভাষা দর্শনের প্রধান মতবাদসমূহের আলোচনার প্রয়াস নেয়া হয়েছে। অর্থতত্ত্বের (Semantics) সবচেয়ে জনপ্রিয় মতবাদ, অর্থের নির্দেশমূলক মতবাদরে আলোচনা ছাড়াও অন্য যেসব মতবাদ সমুহের আলোচনা এ গ্রন্থে করা হয়েছে তা হলো ফ্রেগে ও রাসেলের বর্ণমূলক নির্দেশনা মতবাদ, মিল কৃপকির প্রত্যক্ষ নির্দেশমূলক মতবাদ, ডোনেলান ও কৃপকির কারণিক ঐতিহিাসিক মতবাদ, লকের ধারণাগত মতবাদ, ব্লুমফিল্ড ও মরিসের আচরণবাদী মতবাদ, টারস্কি ও ডেভিডসনের সত্য মান-শর্ত মতবাদ এবং যোক্তিক প্রত্যক্ষবাদীদের যাচাইযোগ্যতা নীতি। ভাষা দর্শনের আলোচনায় ভিটগেনস্টাইন একটি সুপরিচিত নাম। এ দর্শনের দুটি ধারারই (কৃত্রিম ভাষার ধারা এবং সাধারণ বা প্রাকৃতিক ভাষার ধারা) প্রতিফলন পরিলক্ষিত হয় তাঁর দার্শনিক চিন্তাধারায়। ভিটগেনস্টাইনের ভাষা দর্শনের সংক্ষিপ্ত আলোচনা এ গ্রন্থে করা হয়েছে। প্রয়োগতত্ত্বের (Pragmatics) একটি প্রধান প্রত্যায় হলো ‘বাচন ক্রিয়া’ বা (Speech Act) এবং এই ‘বাচন ক্রিয়া’ মতবাদের বিভিন্ন রুপ নিয়ে অস্টিন ,সার্ল ও গ্রাইসের মতের আলোচনা এ গ্রন্থে স্থান পেয়েছে। পরিশেষে ,অর্থের বিভিন্ন মাত্রা,যথা, অস্পষ্টতা,দ্ব্যর্থকতা ও রূপকের স্বরুপ আলোচনার মধ্য দিয়ে এ গ্রন্থেটির পরিসমাপ্তি টানা হয়েছে।
সূচিপত্র * প্রসঙ্গ কথা * ১-ভাষা দর্শন :স্বরুপ ও ক্রমবিকাশ * ২- অর্থ ও নির্দেশনা অর্থের নির্দেশ মূলক মতবাদ স্বকীয় নাম, নির্দিষ্ট বর্ণনা ও অর্থপূর্ণতা বর্ণনামূলক নির্দেশনা মতবাদ: ফ্রেগে ,রাসেল ,সার্ল রাসেলের বর্ণনাতত্ত্ব প্রত্যক্ষ নির্দেশমূলক মতবাদ: মিল ,মার্কাস কৃপকি কারণিক-ঐতিহাসিক মতবাদ: ডোনেলান,কৃপকি * ৩- অর্থসংক্রান্ত অন্যান্য মতবাদ: অর্থের ধারনাগত বা ভাবনামূলক মতবাদ:লক অর্থের আচরণবাদী মতবাদ: ব্লুমফিল্ড,মরিস সত্য-মানশর্ত হিসেবে অর্থপূর্ণতা:টারস্কি,ডেভিডসন * ৪- যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং অর্থের যাচাই যোগ্যতার মানদন্ড যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং ভিটগেনস্টাইন ট্র্যাকটেটাস অর্থের যাচাইযোগ্যতার মানদন্ড: কারনাপ ,এয়ার * ৫- লুডভিগ ভিটগেনস্টাইনের ভাষা দর্শন * ট্র্যাকটেটাস এবং অর্থের চিত্রতত্ত্ব পরবর্তী ভিটগেনস্টাইনের অর্থসংক্রান্ত ব্যবহার বা প্রয়োগ মতবাদ * ৬-অর্থসংক্রান্ত বাচনক্রিয়া মতবাদ * জে. এল অস্টিন জন সার্ল পল গ্রাইস * ৭- অর্থের বিভিন্ন মাত্রা অস্পষ্টকতা দ্ব্যর্থকতা রূপক * পরিভাষা * গ্রন্থপঞ্জি * নির্ঘণ্ট