আরিয়া যাকে ভালোবেসে লাভ রিং পরায়, সে ভূত হয়ে যায়। “কে পপ” জেনারেশনের কলেজ পড়ুয়া পাঁচ বন্ধুর ভালোবাসার গল্প। কে যে কাকে ভালোবাসে তা বুঝা যায় না। ডেট করে একজনের সাথে, কিন্তু পেতে চায় অন্যজনকে। আবার তাদের মধ্যে এমন একজন থাকে, যে সবার জন্য সব কিছু করে কিন্তু নিজে কিছু করে না। এক সময় জানা যায়, এই পাঁচ বন্ধুর একজন ভূত। তার কারনে অন্যদের হয় ভূত হতে হবে, নয় মরতে হবে।
ইতোমধ্যে এজনকে হারাতে হয়। এখন যে কার পালা, কেউ জানে না। অন্যদের বাঁচতে হলে একটিই পথ খোলা আছে। কোন একজনকে জীবনের ঝুকি নিয়ে ভূতকে মানুষ করার ভয়ংকর পথে যেতে হবে। ভূতকে ভালোবেসে কেউ কি জীবনঝুকি নিবে?