'ব্রহ্মপুত্রের কবি' শিহাব শাহরিয়ার বাংলা কবিতার একজন অপরিহার্য কবি। কবিতা নিয়ে তাঁর যে নিষ্ঠা এবং মনযোগ তা অসাধারণ। আশির দশকে লিখতে আসা শিহাব শাহরিয়ার অত্যন্ত আধুনিক কবি। যেমন বিষয় বৈচিত্র্য, তেমনি আঙ্গিক, ছন্দ, উপমার কারুকাজে তাঁর কবিতা হয়ে ওঠে নান্দনিক ও পাঠকগ্রাহী। একদিকে প্রথম জীবনের নদীগন্ধা এবং বর্তমানের নাগরিক জীবন যন্ত্রণা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এক অসম্ভব সুন্দর কারিগর তিনি। প্রথম থেকেই তিনি সৃজনশীল এবং ক্রমাগত বিবর্তনবাদী। তাঁর কবিতা পয়েটি। চিত্রকল্পময়। সরল। একরৈখিক। কোনোরকম ঘোরপ্যাঁচ বা রূপকের মারপ্যাঁচে তিনি পাঠককে সহজে বিভ্রান্ত করতে চান না। বরং তাঁর কবিতায় রয়েছে সহজ-স্বস্তি। রয়েছে আপনার বা আমার দেখা চারিপাশ। যেসব বেশ সুরম্য ভঙ্গিতে ফ্রিজশট হয়ে আছে। ফলে আপনি অনায়াসেই পেয়ে যাবেন ই-নেট, ফেসবুক, চ্যাটিং, ফ্রেণ্ডলিস্ট, নিয়ন, চুম্বন, সাইরেন, শার্ট, নারী শরীরসহ যাবতীয়। শিহাব যেন খেলাচ্ছলেই প্রাত্যহিকতাকে জড়ো করেন। করতে ভালবাসেন। যেন বা কোনো নিপুণ শিকারি তার হারপুনে শিকার করে চলেন শব্দমীনদের। কবিতায় শিহাবের বাহাদুরিটা হলো, স্পষ্টতার সঙ্গে সৌন্দর্য সৃষ্টির রসদও তিনি হাজির করতে পারেন। রাজনীতি, স্মৃতিকাতরতা, প্রেম, দ্বিধা ইত্যাদি তাঁর কবিতার প্রধান বিষয়। প্রতিটি গ্রন্থে এইসব বিষয়ে নানাভাবে তিনি যোগ করতে চেয়েছেন নিজস্ব অর্থ ও সৌন্দর্য। নিজস্ব স্টাইল দাঁড় করিয়ে তিনি যেভাবে কবিতায় হাঁটছেন, সেই চলা থামানো যাবে না, কবিতার কলম নিয়ে তিনি যাবেন অনেক দূর।