বৃষ্টি বিলাস (হার্ডকভার) - হুমায়ূন আহমেদ | বইবাজার.কম

বৃষ্টি বিলাস (হার্ডকভার)

    4 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ২১০ (৩০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩০০

প্রকাশনী : অন্যপ্রকাশ





WISHLIST


Overall Ratings (1)

Sohag
05/05/2020

বৃষ্টি বিলাস। হুমায়ূন আহমেদ। কেন জানি আমার মনে হল-প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং কানে কানে বলে -কোন ভয় নেই।আমি তোমার হাত ধরে আছি।এক মুহূর্তের জন্যেও হাত ছাড়বো না।তাহলে হয়ত আমার অসুখটা আর হবে না। হুমায়ূন আহমেদের "বৃষ্টি বিলাস" বইটা ২০০০ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়।এইটা একটা মধ্যবিত্ত পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা বিবরণী ঘরানার উপন্যাস। শামা, এশা আর মন্টু তিন ভাইবোন। বাবা আব্দুর রহমান সাহেব ছোটখাটো একটা অফিসে কাজ করেন আর মা সুলতানা স্বামীভক্ত একজন আদর্শ স্ত্রী বলতে যা বুঝায় তাই। শামার বাবা কোনো খোঁজখবর ছাড়াই তার অফিসের একজন জুনিয়র চাকুরে আতাউরের সাথে শামার বিয়ের কথা পাকা করে ফেললেন। প্রথম ধাক্কায় ছেলেটাকে শামার পছন্দ হল না। শামা ছেলেটার নাম দিল "খাতাউর"। অথচ তারপরেও শামা খাতাউরের সাথে নানান রকম ফন্দিফিকির করে কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। পছন্দ যদি নাই হবে তাহলে কেন যোগাযোগ করছে শামা বারবার? তাকে নিয়ে কেন সে আকাশপাতাল কল্পনায় ভেসে বেড়াচ্ছে? পছন্দ অপছন্দ জিনিসটা আসলে কি? বিয়ের কথাবার্তা পাকাপাকির পর আব্দুর রহমান সাহেব আতাউরের ব্যাপারে টুকটাক খোঁজখবর নিতে গেলে বেরিয়ে এল ভয়ংকর সব তথ্য।অনেকটা কেচো খুঁড়তে সাপের জায়গায় ডাইনোসর বেরিয়ে আসার মতো অবস্থা! ততক্ষণে মেঘে মেঘে বেলা অনেকদূর গড়িয়েছে।বিয়েটা কি টিকবে শেষপর্যন্ত? শামা কি সহজে মেনে নিতে পারবে ব্যাপারটা? এদিকে এশা খুব চাপা স্বভাবের মেয়ে। চেহারা একটু খারাপ হলেও বুদ্ধিতে দশে দশ।সে এক গুন্ডা টাইপ ছেলের গলায় ঝুলে আছে। এমনিতেই বাসায় শামার বিয়ে নিয়ে তুলকালাম অবস্থা তার উপর এশার ঘটনাটা যেন গোদের উপর ক্যান্সারের মতো ব্যাপার ! আর অন্যদিকে শামার জন্য আরেকটা সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলের সাথে বিয়ের কথাবার্তা শোনা যাচ্ছে। ছেলেটার নাম আশফাকুর রহমান ওরফে হুক্কাবাবা। মানুষের জীবনের গল্পগুলো এমন কেন? একদিকে ন'আনীর জমিদার খাতাউর অন্যদিকে হুক্কাবাবা পিএইচডি,মাঝখানে শামা।তিন বাহুর জটিল সমীকরণ! এর শেষ কোথায়? অন্যদিকে শামাদের বাড়িওয়ালা কাঠখোট্টা শুকনো একজন মানুষ। সে গোপনে তার যাবতীয় সম্পত্তি শামার নামে লিখে দিয়েছেন। শামা নিজেও তা জানেনা। কেন এমনটা করলেন তিনি? এমন বেশকিছু শ্বাসরুদ্ধকর প্রশ্নের জবাব আপনি পাবেন এই চমৎকার বইটিতে। মতামত, বইটিতে শামা আর খাতাউরের একান্ত ব্যক্তিগত কিছু দুখের সাথে বৃষ্টির পানিকে মিশিয়ে একটা ঘোরের মতো তৈরি করা হয়েছে। হুমায়ূন আহমেদ যা প্রায়শই করে থাকেন।ব্যক্তিগতভাবে আমার মনে হয় বৃষ্টির সাথে মানুষের দুঃখকষ্টের একটা নিবিড় এবং আদি সম্পর্ক আছে। বইটাতে অত্যন্ত সহজ ভাষার ভাজে ভাজে একটা মধ্যবিত্ত পরিবারের ছোটছোট সুখদুঃখ ফুটিয়ে তোলা হয়েছে। এশার চরিত্রের মতো দুইএকটা চরিত্রে কিছুটা অস্পষ্টতা আছে।লেখক হয়ত গল্প ছোটো করার জন্য এমন করেছেন।তবে মন্টুর চরিত্রটা আরেকটু বড়ো হলে মনে হয় ভালো হত।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com