বিশ শতকের নব্বইয়ের দশকের শুরু থেকে টোকন ঠাকুর কবিতা লিখছেন। তাঁর কবিতায় গ্রাম ও মফস্বল-জীবনের সঙ্গে ঢুকে পড়ে নাগরিক অভিজ্ঞান। আস্তে আস্তে বদলে যায় পথ, বদলায় ভঙ্গি। আবার কোথাও হয়তো মিলও থাকে অলক্ষ্যে, পূর্বের সঙ্গে পরের। এ বইয়ের কবিতায় আছে আকাঙ্ক্ষা-অভিপ্রায়-মীমাংসা-অমীমাংসার দোলা। তাঁর কবিতা শুরু করলে শেষ না করে থামা যায় না, এই বইয়ের কবিতাগুলোও তাই।