ফ্ল্যাপের কিছু কথাঃ ক্যারেন আর্মস্ট্রং রোমান ক্যাথলিক নান হিসাবে সাত বছর অতিবাহিত করে ১৯৬৬ সালে বৃত্তি ত্যাগ করার পর অক্সফোর্ড ইউনির্ভাসিটি হতে ডিগ্রি গ্রহণ করেন এবং আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষাদান করেন। বর্তমানে তিনি ধর্মীয় বিষয়ে প্রধানতম ব্রিটিশ ব্যাখ্যাদাতায় পরিণত হয়েচেন। লিও বায়েক কলেজে জুদাইজম গবেষণার পাঠ এবং র্যাবাই ও শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। আর্মস্ট্রং অ্যাসোসিয়েশন অভ মুসলিম সোশ্যাল সায়েন্স-এর একজন সম্মানিত সদস্য । তাঁ প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : মুহাম্মদ : আ বায়োগ্রাফি অভ দ্যা প্রফেট, ইসলাম : আ শর্ট হিস্ট্রি, থ্রু দ্য ন্যারো গেইট, ইন দ্য বিগিনিং অভ দ্য ওয়ার্ল্ড, দ্য গম্পেল অ্যাকোর্ডিং টু উওম্যান, হলি ওঅর, ব্যাটল ফর গড, বুদ্ধ, আ শর্ট হিস্ট্রি অভ মিথ, আ কেস ফর দ্য গড ইত্যাদি।
শওকত হােসেন-এর জন্ম চট্টগ্রাম। জেলার পরাগলপুরে। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কেটেছে বাল্য ও কৈশাের। বই পড়ার নেশা পেয়েছেন বইপ্রেমী মায়ের কল্যাণে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টারস করেছেন তিনি। রানওয়ে জিরাে এইট-এর মাধ্যমে আকস্মিকভাবেই লেখালেখি শুরু।
ক্যারেন আর্মস্ট্রং
ক্যারেন আর্মস্ট্রং রােমান ক্যাথলিক হিসেবে সাত বছর অতিবাহিত করার পর ১৯৬৯ সালে বৃত্তি : ত্যাগ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে আরবীতে ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেছেন এবং এক সরকারি বালিকা স্কুলে ইংরেজি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি ফ্রিল্যান্স লেখক ও ব্রডকাস্টারে পরিণত হন। দীর্ঘদিন থেকেই যুক্তরাজ্যে ধর্মীয় বিষয়ে অন্যতম প্রধান ভাষ্যকার তিনি, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই মর্যাদা অর্জনের পথে। বর্তমানে তিনি লিও বায়েক কলেজে জুডাইজম বিষয়ে শিক্ষাদান। করেছেন এবং রাব্বী ও শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। ক্যারেন আর্মষ্ট্রং অ্যাসােসিয়েশন অব মুসলিম সােস্যাল সায়েন্স-এরও সম্মানিত সদস্য। ১৯৯৯ সালে তিনি মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স’ কাউন্সিল মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন। ক্যারেন আর্মষ্ট্রং-এর অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থ হচ্ছে : প্রু দ্য ন্যারাে গেইট (১৯৮১), বিগিনিং দ্য ওয়ার্ল্ড (১৯৮৩), দ্য গসপেল অ্যাকর্ডিং টু উওম্যান (১৯৮৭), হলি ওআর : দ্য ক্রুসেডস্ অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন টুডে'স ওয়ার্ল্ড (১৯৯১), দ্য ইংলিশ মিস্টিকস্ অব দ্য ফোরটিন্থ সেঞ্চুরি (১৯৯১), আ হিস্ট্রি অব গড : দ্য ফোর থাউজেন্ড ইয়ার কোয়েস্ট অব জুডাইজম, ক্রিশ্চানিটি অ্যান্ড ইসলাম (১৯৯৩), জেরুজালেম : ওআন সিটি, থ্রি ফেইস (১৯৯৬), ইন দ্য বিগিনিং : আ নিউ ইন্টারপ্রিটেশন অব জেনেসিস (১৯৯৬), ইসলাম : আ শর্ট হিস্ট্রি (২০০১), বুদ্ধা (২০০০), দ্য ব্যাটল ফর গড : আ হিস্ট্রি অব ফান্ডামেন্টালিজম (২০০০) ও দ্য হিস্ট্রি অব মিথ।