এক মানুষের কত রূপ—কখনো সে ত্রাতা, কখনো-বা হন্তারক। কখনো নায়ক, কখনো খলনায়ক; কখনো সে প্রজাহিতৈষী, কখনো চরম কর্তৃত্ববাদী। মানুষের মস্তিষ্কের অতি সক্রিয়তা ভেঙে দিচ্ছে আজন্মলালিত নানা বিশ্বাস। স্বপ্নকে করছে বাস্তব। উল্টোদিকে অতিরিক্ত ক্ষমতায়িত করছে খুব ক্ষুদ্র জনগোষ্ঠীকে। এই অতি অল্পরাই আট শ কোটি মানুষের পৃথিবীটাকে শাসনে-শোষণে ছিবড়ে করে ফেলছে। এই বইয়ে ঠিক এই দিকটিতে আলোকপাতের চেষ্টা করা হয়েছে।