কুয়াশা ও আমি মুখোমুখি বসি
কফির মগ ঠোঁট ছুঁয়ে দেয়
ভালবাসি বলে শীতের পাখিরা খিলখিল হাসে
মানুষ বোঝে না- শীত কী বুঝবে কিংবা কুয়াশা!
রোদ নেই, রোদের শাদা পালক আকাশে ওড়ে যেতে দেখি
উষ্ণ হতে মন চায়
মন চায় কিছু উষ্ণতা ঢেলে দেই প্রকৃতি বরাবর
যদি তার মনে পড়ে!
কফি ও মগ জড়াজড়ি থাকে
শুধু আমিই শূন্য ভাড়ার!
ও কুয়াশা, ও হাওয়া
একটু বলো নাকো
আমার যে ঘুম আসে না!
মোহাম্মদ হোসাইন
Overall Ratings (0)